রাজ্য মন্ত্রীসভার সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা, আসতে পারে নতুন মুখ

Spread the love

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর থেকেই জল্পনা চলছিল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এর মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব কে সামলাবেন? রাজ্যের ক্রেতা সুরক্ষা ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী সাধন পান্ডে অসুস্থ থাকায় এতদিন বাড়তি দায়িত্ব সামলাচ্ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর অবর্তমানে সেই দায়িত্বই বা কে নেবেন? এই মুহূর্তে অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরও ফাঁকা ৷ সেই দফতরের দায়িত্বই বা কার হাতে যাবে ৷ এরকম হাজারও প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে ৷ সূত্রের খবর, মন্ত্রীসভার রদবদলে গুরুত্ব বাড়তে পারে প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। এতদিন তিনি কৃষি দফতরের দায়িত্বে ছিলেন ৷ সুব্রত মুখোপাধ্যায়ের অবর্তমানে তাঁর হাতেই যেতে পারে এই দফতরের দায়িত্ব।

একইভাবে পরিবহন ও আবাসন দফতরের দায়িত্বে থাকা ফিরহাদ হাকিমেরও দফতর বদল হতে পারে বলে খবর। তাঁকে পুর ও নগর উন্নয়ন দফতর ফিরিয়ে দেওয়া হতে পারে। এক্ষেত্রে দফতর বদল হওয়ার সম্ভাবনা রয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও। আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে দিনহাটা থেকে রেকর্ড ভোটে জয়ী হওয়া উদয়ন গুহকে। সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় পেতে পারেন পরিবহণের মতো গুরুত্বপূর্ণ দফতরটি ৷

আগেও শোনা যাচ্ছিল, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অর্থ দফতরের দায়িত্বও দেওয়া হতে পারে। তবে দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো পার্থ চট্টোপাধ্যায়ের আর চাপ না বাড়িয়ে অর্থ দফতর নিজের হাতেই রাখতে পারেন মমতা অর্থাৎ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পাশাপাশি অর্থমন্ত্রীর দায়িত্বও সামলাতে হবে তাঁকে। অন্যদিকে বর্তমানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতি মুখ্যমন্ত্রী যথেষ্ট আস্থাশীল। অর্থমন্ত্রী অমিত মিত্র সঙ্গেও তাঁর বোঝাপড়া খুবই ভাল, ফলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, অমিত মিত্রকে অর্থ অর্থ দফতরের উপদেষ্টা করলে তাঁর সঙ্গে তাল মিলিয়ে ভাল কাজ করতে পারবেন তিনি।

নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেই অর্থমন্ত্রকের দায়িত্ব নিলে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাতে হবে চন্দ্রিমা ভট্টাচার্যকে। সেক্ষেত্রে বর্তমানে পুর ও নগর উন্নয়নের মত গুরুত্বপূর্ণ অর্থ দফতর থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হতে পারে। পাশাপাশি শান্তিপুর থেকে জয়ী হওয়া তরুণ বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর ঠাঁই হতে পারে নতুন মন্ত্রিসভায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*