রাজ্য মন্ত্রিসভায় বড় মাপের রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল চারটেয় নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করবেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায় ইডি’র হাতে গ্রেফতার হওয়ার পর, তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। শিল্প, পরিষদীয়-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর পার্থ চট্টোপাধ্যায়ের হাতে ছিল।
এছাড়াও মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পর তাঁর সমবায় দফতরটি ফাঁকা পড়ে আছে। সুব্রত মুখোপাধ্যায়ের পঞ্চায়েত দফতরও এখন অতিরিক্ত দায়িত্ব নিয়ে দেখছেন মন্ত্রী পুলক রায়। সম্ভবত ওই দফতরে নতুন কেউ দায়িত্ব নেবেন। এ ছাড়াও বেশ কয়েকজন মন্ত্রীর দফতর বদল হতে পারে। একনজর দেখে নিন কয়েকজন সম্ভাব্য মন্ত্রীর নামের তালিকা।
কৃষি দফতরের দায়িত্ব পেতে পারেন প্রদীপ মজুমদার। শোভনদেব চট্টোপাধ্যায়কে দেওয়া হতে পারে পরিষদীয় দফতর। বিপ্লব রায়চৌধুরী পেতে পারেন সেচ দফতর। মন্ত্রী হতে পারেন উদয়ন গুহ। সম্ভবত তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর হাতে পাচ্ছেন। মন্ত্রী হতে পারেন বাবুল সুপ্রিয়, তাজমুল হক, স্নেহাশিস চক্রবর্তী, সত্যজিৎ বর্মন।
সূত্রের খবর কয়েক জন প্রতিমন্ত্রীকে মুখ্যমন্ত্রী এবার পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেবেন। বেশ কয়েকজন মন্ত্রীর দফতর রদবদল হতে পারে। একইসঙ্গে মন্ত্রিসভার কয়েক জনকে এ’বার ফুলটাইম দলের কাজে ব্যবহার করবেন দলনেত্রী।
Be the first to comment