কোষাগারকে চাপমুক্ত করে জনমুখী প্রকল্পে টাকার যোগান বাড়াতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মন্ত্রিসভার বৈঠকে মেলা, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে মন্ত্রীদের তা একশো দিনের কাজে খরচ করার নির্দেশ দিয়েছেন তিনি।
এপ্রিল মাস থেকে একশো দিনের কাজ পায়নি রাজ্য সরকার। বারবারই অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপির দাবি, ওই কাজের কোনও হিসেব কেন্দ্রকে দেয়নি রাজ্য সরকার। তাই টাকা আটকে গিয়েছে। এনিয়ে এদিন মন্ত্রীদের মমতা নির্দেশ দেন, প্রতিটি দফতরে যেখানে সুযোগ রয়েছে সেখানে একশো দিনের কাজের লোকজনকে ব্যবহার করতে হবে এবং মেলার খরচ কমিয়ে আনতে হবে। শ্রমমন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী বলেন, শ্রমমেলার খরচ কমাতে হবে। অন্যান্য মেলার খরচ কমিয়ে একশো দিনের কাজে খরচ করতে হবে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের জানান, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কোনও সরকারি প্রকল্পের ঘোষণা করা যাবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে না জানিয়েই মৎস্যজীবীদের ক্রেডিটকার্ড দেওয়ার কথা ঘোষণা করে দেওয়া হয়। পরিবহণ দফতরের ক্ষেত্রেও প্রায় একইরকম ঘটনা ঘটেছে। অনেক নতুন রুটে বাস চালু করা হচ্ছে। সেটা নবান্নকে জানানো হচ্ছে না। এতে অর্থ দফতরের উপরে চাপ পড়ছে। এর জন্যই প্রকল্প ঘোষণার আগে মুখ্যমন্ত্রী জানাতে হবে।
Be the first to comment