২০২৪ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না ৷ একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে এমনই দাবি করলেন আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলনেত্রীর দাবি, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেই ঐক্যবদ্ধ হবে বিরোধীরা ৷
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিনের সভা থেকে আরও দাবি করেন, ২০২৪-এর লোকসভা ভোট আসলে সরকার নির্বাচনের নয়, বর্তমান সরকারকে প্রত্যাখ্যানের ভোট ৷ তৃণমূল কংগ্রেসেই বিরোধীদের সঙ্গে নিয়ে বিজেপি-কে হারাতে পারে বলেও দাবি করেন মমতা ৷
একুশের সভা থেকে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়, দু’ বছর পরের লোকসভা নির্বাচন নিয়েও মমতা যে দিক নির্দেশ দেবেন, তা প্রত্যাশিত ছিলই ৷ বিশেষত রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের মধ্যে সমন্বয়ের অভাব সামনে আসার পর, ২০২৪-এর বিরোধী ঐক্য নিয়ে তৃণমূলনেত্রী কী বার্তা দেন, সেদিকেও নজর ছিল রাজনৈতিক মহলের কারণ বিজেপি-ও ইতিমধ্যেই ২০২৪-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷
বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে গেলে যে বিরোধী ঐক্যের সবথেকে বেশি প্রয়োজন, সেখানেই ফাঁক থেকে যাচ্ছে ৷ এ দিনের সভা মঞ্চ থেকে মমতার প্রত্যয়ী বার্তা, ২০২৪-এ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, আমি নিশ্চিত ৷ আর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেই বিরোধীরা ঐক্যবদ্ধ হবে ৷ মমতা কার্যত এ দিন বুঝিয়ে দিয়েছেন, বিজেপিকে হারানো নিয়ে সংশয় থেকেই প্রত্যাশিত ভাবে ঐক্যবদ্ধ হতে পারছে না বিরোধী দলগুলি ৷
এদিন আগাগোড়াই কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বেসরকারিকরণ, দেশে বেকারত্ব বৃদ্ধি, টাকার দামে পতন, বিরোধীদের উপর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপ সৃষ্টির মতো অভিযোগ সরব হন তৃণমূলনেত্রী।
Be the first to comment