শুক্রবার রাতে চিন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী ৮ দিনের সফরে বেজিং ও সাংহাইয়ের কয়েকটি বাণিজ্য সংস্থার সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে লগ্নি টানতে কথা বলবেন বিভিন্ন উৎপাদনকারী সংস্থার সঙ্গে। চিনের প্রাদেশিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন দিল্লি ও রাজ্যের বেশ কয়েকজন প্রশাসনিক শীর্ষকর্তা।
এছাড়া বাংলার নামী সংস্থার কয়েকজন শিল্পপতিও মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও মুখ্যসচিব মলয় দে। ২৩ থেকে বেজিংয়ে থাকবেন মমতা। ২৭ জুন বেজিং থেকে ট্রেনে যাবেন সাংহাই। ৩০ জুন সিঙ্গাপুর হয়ে কলকাতা ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment