শেষ মুহূর্তে বাতিল হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর

Spread the love
একেবারে শেষ মুহূর্তে বাতিল হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর। শুক্রবার রাতেই বেজিং যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এক বিবৃতিতে মমতা জানিয়েছেন, কূটনৈতিক বিনিময় কর্মসূচিতে তাঁকে ভারতীয় দলের নেতৃত্ব দিতে অনুরোধ করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দেশের স্বার্থে তিনি তাতে সম্মত ছিলেন। বৃহস্পতিবার পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও শুক্রবার দুপুর পর্যন্ত চিনে ভারতের রাষ্ট্রদূতকে কমিউনিস্ট পার্টির উপযুক্ত পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে পাকা কথা জানানো হয়নি। ফলে এই অবস্থায় বিনিময় কর্মসূচিতে চিনে যাওয়াই অর্থহীন হয়ে পড়ে। তাই দুর্ভাগ্যজনকভাবে সফর বাতিল করতে হল বলে জানিয়েছেন মমতা।
কথা ছিল, ভারত সরকারের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী ৮ দিনের সফরে বেজিং ও সাংহাইয়ের কয়েকটি বাণিজ্য সংস্থার সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে লগ্নি টানতে কথা বলবেন বিভিন্ন উৎপাদনকারী সংস্থার সঙ্গে। চিনের প্রাদেশিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাওয়ার কথা ছিল দিল্লি ও রাজ্যের বেশ কয়েকজন প্রশাসনিক শীর্ষকর্তার। রাজ্যের কয়েকজন শিল্পপতি, অর্থমন্ত্রী অমিত মিত্র ও মুখ্যসচিব মলয় দে-র যাওয়ার কথা ছিল। বেজিং থেকে সাংহাই ঘুরে ৩০ জুন সিঙ্গাপুর হয়ে কলকাতা ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*