মোদী আপনি শুধু যুদ্ধ করেন তবে এবার ভোটদাতারা স্ট্রাইক করবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

প্রথম দফার মতো মতো দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে বুধবারও নরেন্দ্র মোদীকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চোপড়ায় দার্জিলিঙের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে সভা করেন মমতা।  

এদিন মমতা বলেন, আমরা পাহাড়ে শান্তি চাই। আমরা পাহাড়়ে অশান্তি চাই না। বিজেপি পাহাড়ে আগুন জ্বালাতে চাইছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আরও জানান, নির্বাচনের পর চৌকিদার চৌকি নিয়ে হ্যাঙ্গারে ঢুকে যাবে। চৌকি আর থাকবে না। সাড়ে চার বছর বিদেশে ঘুরে বেড়িয়েছেন।

মমতা আরও জানান, এই নির্বাচন বিজেপিকে হঠানোর নির্বাচন। বিজেপির জন্য দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। পাশাপাশি দলনেত্রী মনে করিয়ে দেন, মোদীকে হঠাতে পারে একমাত্র তৃণমূল। নোট বাতিলের নাম করে দেশকে ধ্বংস করেছে বিজেপি। তপশিলিদের উপর অত্যাচার করছে। মমতা আরও বলেন, কংগ্রেস, সিপিআই(এম)-এর সঙ্গে লড়াই করে না বিজেপি, ওদের সাহায্য করে। আর আমাদের সঙ্গে লড়াই করে।  

মমতা এদিন বলেন, কেন্দ্রীয় বাহিনী আমার বন্ধু। পাঁচ বছর পর ওরা চলে যাবে। তখন কেন্দ্রীয় বাহিনী আমাদের দিকে চলে আসবে। এরপরই মোদীকে প্রশ্ন করে মমতা বলেন, জওয়ানরা কেন শহিদ হয়েছেন? খবর থাকা সত্ত্বেও পুলওয়ামায় কেন এতজন জওয়ান শহিদ হলেন কেন? এটা কার গাফিলতি? মোদী আপনি যুদ্ধ করেন শুধু। তবে এবার ভোটদাতারা স্ট্রাইক করবে। মমতা আরও বলেন, কোথাও বিজেপি জিতবে না। অফিসার সরিয়ে ভোটে জেতা যায় না। মমতা জানান, এবার দার্জিলিঙে আমরা জিতব। কংগ্রেস ও সিপিআই(এম)-কে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। ওদের বাংলায় কিছু নেই।

এদিন কী বললেন মমতা?

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2103796299911830/?t=0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*