চলে গেলেন কিংবদন্তি সাহিত্যিক রমাপদ চৌধুরী। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই সাহিত্যিক। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী শোকবার্তায় জানান, বিশিষ্ট সাহিত্যিক রমাপদ চৌধুরীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ৯৬ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন। বনপলাশীর পদাবলি, যে যেখানে দাঁড়িয়ে ইত্যাদি কালজয়ী উপন্যাসের স্রষ্টা রমাপদ চৌধুরী সাহিত্য অকাদেমি, রবীন্দ্র পুরস্কারসহ নানা সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর কাহিনি অবলম্বনে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে।
আমি প্রয়াত শ্রীচৌধুরীর আত্মীয় পরিজনসহ তাঁর অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
Be the first to comment