তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল, সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ। একের পর এক শোকবার্তায় ভাসছে সোশ্যাল মিডিয়ার ওয়াল। সঙ্গীতসম্রাজ্ঞীর মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর ট্যুইট, ‘ ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই গ্রহের তাঁর সমস্ত ভক্ত ও অনুরাগীদের মতো আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম। ‘ 

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে জারি করা মুখ্যমন্ত্রী শোকবার্তায় লেখা হয়, ‘কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে আমরা রিক্ত হলাম।’

সরস্বতী পুজোর নিরঞ্জনের দিনই বিদায় ‘মানবী’ সরস্বতীর। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়-সহ অসংখ্য মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*