চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

Spread the love

চার বিধানসভা আসনের উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের পর চার জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, ‘‘এই জয় মানুষের জয় ৷’’

দুই আসনে বিধায়কের মৃত্যু ও দুই আসনে বিধায়কের পদত্যাগের জেরে গত শনিবার উপনির্বাচন হয় ৷ আজ, মঙ্গলবার তারই ফল প্রকাশিত হল ৷ চার আসনেই জিতল তৃণমূল কংগ্রেস ৷ আর তার পরই ট্যুইট করলেন মমতা ৷

ট্যুইটারে তিনি লিখেছেন, ‘‘এই জয় মানুষের জয় ৷ এতে প্রতিফলিত হল যে বাংলা বরাবর ঘৃণার রাজনীতি ও অপপ্রচারের বিরুদ্ধে একতা এবং উন্নয়নকেই বেছে নেয় ৷’’ পাশাপাশি মানুষের আশীর্বাদ নিয়ে বাংলাকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, যে চার আসনে উপনির্বাচন হয়েছে, সেখানে তৃণমূল ও বিজেপির বিধায়ক সংখ্যা ২-২ ছিল ৷ গোসাবা ও খড়দহ তৃণমূলের দখলে ছিল ৷ আর বিজেপি জিতেছিল দিনহাটা ও শান্তিপুর আসনে ৷ কিন্তু এবার সেই ফলাফল একেবারে উল্টে গেল ৷ তৃণমূলের দখলেই চলে গেল সবক’টি আসন ৷

এর ফলে বিধানসভায় বিধায়ক সংখ্যা বাড়ল তৃণমূলের ৷ আর ৭৭ থেকে কমে সরকারিভাবে ৭৫ হল বিজেপি ৷ আর তৃণমূলের হাতে এখন ২১৫ জন বিধায়ক হল ৷ তবে বিজেপি থেকে তৃণমূলে চলে গিয়েছেন আরও পাঁচজন বিধায়ক ৷ ফলে খাতায় কলমে বিজেপির বিধায়ক এখন ৭৭ হলেও আসলে গেরুয়া শিবিরে রইলেন আর মাত্র ৭০ জন বিধায়ক ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*