সর্বভারতীয় কংগ্রেসের তৎকালীন সভাপতি সীতারাম কেশরী সে দিন হায়দরাবাদে। ২২ ডিসেম্বর ১৯৯৭। দু’মাস বাদে ফেব্রুয়ারিতে লোকসভা ভোট। প্রণব মুখোপাধ্যায়, সোমেন মিত্র-র সঙ্গে আলোচনা করে মাত্র তিন দিন আগে নতুন নির্বাচন কমিটি ঘোষণা করেছেন কেশরী। যে কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়েছে, ‘প্রদেশ ইলেকশনিয়ারিং কমিটি’-র চেয়ারম্যান হিসাবে।
শুরুতে মমতা ভেবেছিলেন, তাঁকে বুঝি বড় দায়িত্ব দেওয়া হল। মনোনয়ন দেওয়ার অধিকার থাকবে তাঁর কাছে। কিন্তু পরে তাঁকে অজিত পাঁজা বোঝান, ‘ইলেকশনিয়ারিং’ কমিটি বলে কংগ্রেসে কস্মিন কালে কিছু হয়নি। সীতারাম-প্রণববাবু-সোমেন মিত্র মিলে মমতাকে বোকা বানানোর চেষ্টা করেছেন। এর পর বেশিক্ষণ সময় নেননি মমতা। ২২ ডিসেম্বর বিকেলেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে দিল্লি থেকে ফোন করে গুলাম নবি আজাদ যখন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে বলেন, মমতাকে বহিষ্কার করুন, ততক্ষণে সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার সিদ্ধান্তও ঘোষণা করে দিয়েছেন মমতা।
Be the first to comment