মিহির গোস্বামীর গড়ে সভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার রাসমেলার মাঠে হবে সভা। গতকাল তৃণমূল নেতা ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন , ১৬ ডিসেম্বর দুপুরে কোচবিহার রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রী সভা করবেন। তার আগের দিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মাঝে ক’জায়গায় সভা করবেন তৃণমূল নেত্রী। তারপর কোচবিহারে আসবেন। তবে মিহির গোস্বামীর বিজেপি-তে যোগদান যে তৃণমূল নেতৃত্ব হালকাভাবে নিচ্ছে না তা তৃণমূল নেত্রীর সভার ঘোষণাতেই পরিষ্কার।
গত বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার ৯ টি বিধানসভা আসনের মধ্যে আটটিতে তৃণমূল জয়ী হয়েছিল। একটিতে বামেরা জয়ী হয়েছিল। পরবর্তীকালে লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়ী হয় বিজেপি। সিতাই-শীতলকুচি বিধানসভা বাদ দিয়ে জেলার বাকি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর চেয়ে তৃণমূল প্রার্থী কম ভোট পায়।
একদিকে বিজেপির বাড়বাড়ন্ত , তার উপর তৃণমূলের গোষ্ঠী কোন্দলে কোচবিহার জেলা রাজনীতিতে আগের থেকেই চাপে রয়েছে তৃণমূল। এরই মধ্যে আবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অনেকদিন ধরেই দলের সঙ্গে তাঁর মান-অভিমানের পালা চলছিল।
তারপর থেকেই জল্পনা শুরু হয়। সেই জল্পনাকে উসকে দিয়ে ৩ অক্টোবর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন তিনি ৷ এরপর সোশাল মিডিয়ায় জানিয়ে দেন, তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চান তিনি। এর পরের দিনই দিল্লি উড়ে যান মিহির। দিল্লিতে দলের সদর কার্যালয়ে গিয়ে বিজেপিতে যোগ দেন ৷
মিহিরের বিজেপিতে যোগদানের কারণে তৃণমূলও চাপে পড়ে যায় । তাই তৃণমূল নেতৃত্ব দলনেত্রীকে এনে ড্যামেজ কন্ট্রোলে উদ্যোগী হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মিহির গোস্বামীর গড়ে মমতাকে দিয়ে সভা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
Be the first to comment