উত্তর ২৪ পরগনায় কোর কমিটি গঠন মমতার

mamata
Spread the love

উত্তর ২৪ পরগনায় এবার মমতা নিজে তৈরি করে দিলেন কোর কমিটি। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে মাথায় রেখে তৈরি করা হল বিশেষ কমিটি। জেলায় গুরুদায়িত্ব দেওয়া হল বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে। তিনি নিজে কমিটির রিপোর্ট নেবেন বলে জানিয়েছেন মমতা।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনায় ছিল তৃণমূলের কর্মিসভা। সেখানে গিয়ে মমতা জানিয়েছেন, কোর কমিটির চেয়ারম্যান করা হচ্ছে নির্মল ঘোষকে। সাংসদদের ওই কমিটিতে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। কারণ সামনেই লোকসভা নির্বাচন, তাই নিজেদের কেন্দ্রগুলোতে নজর দেবেন সাংসদেরা।

কমিটির বাকি সদস্যদের মধ্যে থাকছেন ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, তাপস রায়, নারায়ণ গোস্বামী, বীণা মণ্ডল, নুরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, মমতাবালা ঠাকুর, গোপাল শেঠ, সুরজিখ বিশ্বাস, সুকুমার মাহাতো, রফিকুল ইসমাল মণ্ডল, তাপস দাসগুপ্ত, রফিকার রহমান,গোবিন্দ দাস। অন্যান্য সাংসদ ও বিধায়কদেরও এই কমিটি আমন্ত্রণ জানানো হবে বলে উল্লেখ করেছেন মমতা। কমিটির কাছে রিপোর্টও পেশ করতে হবে তাঁদের। আর সরাসরি তাঁর কাছে রিপোর্ট পেশ করার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৪ জনের একটি টিম তৈরি করে দিয়েছেন। নির্মল ঘোষ ছাড়াও দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী সুজিত বসুকে। মমতা জানিয়েছেন, সুজিত বসুর দায়িত্ব থাকবে দমদমের দিকে ও বসিরহাটে। পার্থ ভৌমিক থাকবেন ব্যারাকপুর অঞ্চলের দায়িত্বে আর হাবড়ার দিকটা দেখবেন নারায়ণ গোস্বামী। বিধায়ক নুরুল ইসলামকে দায়িত্ব দেওয়ার কথা উঠলেও তা পছন্দ হয়নি মমতার। মঞ্চেই তিনি বলেন, ‘নুরুলের শরীর ভাল নেই। ওর যে একজন লোক আছে, সে খুব বদমায়েশ। আমি সব খবর রাখি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*