গুজব ছড়াবেন না। অকারণে জিনিস মজুত করবেন না। কালোবাজারি ঠেকান। সবজি, ফলের অহেতুক দাম বাড়ানো যাবে না। এরকম কোনও খবর এলেই কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। এই হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মাস্কের অভাবে বাড়িতে সবাইকে গেঞ্জির কাপড় দিয়ে মুখ ঢাকার পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাজারে আকাল পড়েছে মাস্ক, স্যানিটাইজারের। কিন্তু সংক্রমণ ঠেকাতে কিছু পদক্ষেপ তো নিতেই হবে। সেই অনুযায়ী তাঁর মনে হয়েছে, নরম কাপড় যেমন গেঞ্জির কাপড় মাস্ক হিসেবে বাড়িতে ব্যবহার করা যেতেই পারে। যদিও এই কাপড় ব্যবহারের আগে মুখ্যমন্ত্রী চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে মমতা জানান, ‘আমি এই পদ্ধতি মানছি। একদম ঘরোয়া উপায়। আগেকার দিনে এভাবেই কাজ চালানো হত যখন মাস্ক আবিষ্কার হয়নি। তবে ভালো করে কেচে স্যাভলন বা ডেটলে ধুয়ে নেবেন। গেঞ্জির কাপড় নরম হওয়ায় শ্বাস নিতে কষ্ট হয় না। পাতলা হওয়ায় দিব্য হাওয়া চলাচল করতে পারে। মাস্ক না পাওয়া গেলে সাময়িক এই টোটকা মেনে দেখা যেতেই পারে।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, তিনি বলছেন বা করছেন বলেই সবাইকে এই পথে হাঁটতে হবে তার কোনও কথা নেই। চিকিৎসকের পরামর্শ মেনে সমস্ত পদক্ষেপ নেওয়াই বাঞ্ছনীয়।
একই সঙ্গে, করোনা সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যে আন্তর্জাতিক বিমান অবতরণ সাময়িক বন্ধ রাখারও আবেদন জানিয়েছেন তিনি। খবর, ২২ মার্চ থেকে সম্ভবত রাজ্যে চালু হবে এই বিশেষ নিয়ম।
Be the first to comment