বাড়ছে ওমিক্রন আতঙ্ক, ফের করোনা বিধিনিষেধের ইঙ্গিত মমতার

Spread the love

বড়দিনের পার্ক স্ট্রিটে দুর্গাপুজোর মতো ভিড়! ওমিক্রন ঢুকে পড়েছে বাংলায়, কিন্তু উৎসবে গা ভাসিয়েছে মানুষ। ২৫ ডিসেম্বর জনতার এমন ঢল, দল বেঁধে লাগামছাড়া উচ্ছ্বাসে চমকে উঠেছেন বিশেষজ্ঞরা। এই প্রেক্ষিতে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন ফের রাজ্য যেতে পারে করোনা বিধিনিষিধের দিকে।

সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওমিক্রন নিয়ে সতর্ক করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। প্রশাসনকে দিলেন ইঙ্গিতও। মমতার কথায়, “কোভিডকে মাথায় রেখো। বাইরে থেকে সব নিয়ে চলে আসছে। সেটা মনে হয় একটু রেস্ট্রিকশন… আবার মনে হয়, ওদিকে যেতে হতে পারে আমাদের একটু বিধিনিষেধের দিকে যেতে হতে পারে।”

তিনি আরও যোগ করেন, “এখনও কিছু হয়নি। কিন্তু কিছু কিছু কেস আসছে বাইরে থেকে। ধরো একটা প্লেন আসছে। একজনের ধরা পড়েছে। কিন্তু আসছেন তো আরও ৩০০ জন। সেই ৩০০ জনন গিয়ে মিলছেন আরও তিন হাজার জনের সঙ্গে। সুতরাং, এটা আমাদের দেখতে হবে। এখন থেকে সতর্ক হতে হবে।”

এর আগেও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে ওমিক্রন নিয়ে সতর্ক করার কথা। বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধনে  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “অনেককে কোভিডে আমরা হারিয়েছি। ডাক্তার, নার্স, পুলিশ সমস্ত কোভিড যোদ্ধাদের আমরা সম্মান জানাই। এখনও ওমিক্রন থেকে আমাদের সাবধান থাকতে হবে। এটা বেশি ছড়ায়। বাইরে থেকে ইতিমধ্যেই ভারতবর্ষে বেশ কয়েকটা কেস এসেছে। তাঁদেরও অনুরোধ করব নিজেদের আইসোলেট রাখুন। পরিবারের সঙ্গে বেশি মেলামেশার দরকার নেই। মনে মনে করবেন, কিন্তু স্পর্শটা এড়িয়ে চলুন পরিবারকে রক্ষা করার জন্য। যখন বিমানে ৩০০-৪০০ জন যাত্রী আসছে, একজনের হলে তা কিন্তু সবাইকে ছোঁয়। ঘণ্টার পর ঘণ্টা প্লেনে বসে থাকলে ওয়াশরুম ব্যবহার করতে হয়। মাস্ক কিন্তু আমাদের পরতেই হবে। নিজেরা সতর্ক থাকুন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। কোভিড বিধি মানুন।”

এর মধ্যে বাংলায় ধরা পড়েছে একাধিক ওমিক্রন কেস। সে নিয়ে এবার প্রশাসনকে সতর্ক করতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে। তিনি এদিন জানান, গঙ্গাসাগর মেলায় যাওয়া পুণ্যার্থীদের মাস্ক পরতে হবে। সরকার, এনজিও-র তরফেও মাস্ক দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। আবার গঙ্গাসাগর মেলায় শারীরিক দূরত্ববিধি কতটা মানা সম্ভব হবে তা নিয়ে দ্বিধায় খোদ মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ফিজিক্যাল ডিসট্যান্সিং কতটা মানা হবে জানি না। যেহেতু কোভি সিচুয়েশন আছে, যেন প্রবলেম না হয়, সেটা দেখতে হবে।” গঙ্গাসাগর মেলায় একাধিক প্রশাসনিক উদ্যোগের কথা ঘোষণা করে বিভিন্ন মন্ত্রী ও নেতাদের মধ্যে কাজ ভাগ করে দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*