করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বাংলা। রোজই হু হু করে বেড়ে চলেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে বাংলায় কি লকডাউন জারি করা হবে? এ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে মমতা বললেন, এখনই লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না! নাইট কার্ফু করে কিছু হবে না। নাইট কার্ফু কোনও সমাধান নয়।’
এদিনের সাংবাদিক বৈঠকে বঙ্গবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আতঙ্কের কোনও কারণ নেই। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। আরও সাড়ে ৪ হাজার বেড বাড়ানো হবে। ৪০০ অ্যাম্বুল্যান্স রয়েছে। রাজ্য সরকার সবরকম পদক্ষেপ করছে।’ রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলেও জানান তিনি। উল্লেখ্য, গতকালই ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ‘ওয়ার্ক ফর্ম হোমে জোড় দেওয়া হয়েছে। স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে।’ বিধানসভা নির্বাচনের দফা কমানো প্রসঙ্গে এদিন ফের মমতা বলেন, ‘নির্বাচনটা একদিনে করে নিলে ভালো হত। নির্বাচন প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি শেষ হবে, তত প্রশাসন ভালো ভাবে কাজ করতে পারবে এই পরিস্থিতিতে। ভোট সামলাবে না কোভিড সামলাবে, কোনটা করবে। ছোট ছোট প্রচার সভা করা যেতে পারে’।
করোনা পরিস্থিতি সামলাতে যে মমতা যে ঘোষণাগুলি করলেন-
১) করোনা মোকাবিলার জন্য একটি আলাদা টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার।
২) রাজ্যে বাড়ানো হয়েছে ১০০০ বেড। আরও ৪৫০০ বেড খুব শীঘ্রই রাজ্যে বাড়ানো হবে।
৩) করোনার জন্য ৪০০ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে।
৪) রাজ্যের ২০০ সেফ হোমে ১১ হাজার বেড থাকবে।
৫) রাজ্যের সরকারি হাসপাতালে ৮০০০ বেডের ব্যবস্থা করা হবে।
৬) বেশ কয়েকটি হোটেলের রুমকেও সেফ হোমে পরিণত করার পদক্ষেপ করেছে রাজ্য সরকার।
Be the first to comment