মমতাকে হারাতে কর্মীদের সাইবার ভোট-যুদ্ধের পাঠ দিলেন অমিত শাহ

Spread the love

এবার পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলে মরিয়া ভারতীয় জনতা পার্টি৷ তাই তাদের তরফে বঙ্গের ভোটারদের মন জয় করতে একাধিক কৌশল নেওয়া হচ্ছে৷ তার মধ্যে অন্যতম মোবাইলের মাধ্যমে একেবারে মানুষের কাছে পৌঁছে যাওয়া৷ বৃহস্পতিবার কলকাতায় দলের আইটি সেলের এক অনুষ্ঠানে এই বার্তাই দিলেন বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

তিনি জানিয়েছেন, মোবাইলের মাধ্যমে একেবারে মানুষের মনে পৌঁছতে হবে৷ মানুষকে কেন্দ্রীয় সরকারের সাফল্যের কথা বোঝাতে হবে৷ বাংলায় রাজ্য সরকার ঠিক কী কী ভুল করছে, তা তুলে ধরতে হবে৷ এভাবে নিচুতলায় পৌঁছাতে পারলেই সাফল্য আসবে৷ অমিত শাহের দাবি, উত্তর প্রদেশেও এই ভাবেই সাফল্য এসেছিল৷ ওই রাজ্যে 300-রও বেশি আসনে জিতে সরকার গড়েছে বিজেপি৷

এদিন কর্মীদের বুঝিয়েও দেন যে কীভাবে কাজ করতে হবে৷ তাঁর নির্দেশ, চারটি দলে ভাগ হয়ে কাজ করতে হবে৷ একদল বিভিন্ন রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ করবে৷ দ্বিতীয় দল বিষয়টি কন্টেন্ট তৈরি করবে৷ তৃতীয় দলের সেই বিষয়টি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব৷ আর চতুর্থ দল এই নিয়ে ফিডব্যাক তৈরি করে আবার প্রথম ও দ্বিতীয় টিমের কাছে ফিরিয়ে দেবে৷

কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, এবার শুধু বাংলায় ভোটের লড়াই হচ্ছে না৷ এই লড়াই সোনার বাংলা গড়ার৷ সমগ্র পূর্ব ভারতের দারিদ্রতা, অনুপ্রবেশকারীদের আটকানো, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার লড়াই৷ বাংলার সংস্কৃতির গরিমা ফিরিয়ে দেওয়ার লড়াই৷ তাঁর দাবি, বাংলায় বোমা বিস্ফোরণের শব্দ ঢেকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত ফিরিয়ে আনতে হবে৷ এটা করার ক্ষমতা বিজেপিরই আছে৷ বাংলার আর্থিক বৃদ্ধির ক্ষমতা বিজেপির আছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*