৭ ডিসেম্বর দিল্লি সফরে মমতা! দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক তৃণমূল সুপ্রিমোর

Spread the love

দিল্লি সফরে গিয়ে প্রায় প্রতিবারই দলীয় সাংসদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যাতিক্রম হবে না। ৫ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। ৭ তারিখ ৫৮ নম্বর লোধি এস্টেটে রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী দলীয় সাংসদদের কাছে নির্দেশিকাও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। দুপুর সাড়ে তিনটে নাগাদ তৃণমূলের লোকসভার বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের (Sougata Ray) বাড়িতে এই বৈঠক হবে।

এবার ৭ ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তৃণমূল সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে দলের রণকৌশল কী হবে? দিল্লি সফরের তৃতীয় দিনে সে বিষয়েই তৃণমূল সাংসদদের পরামর্শ দেবেন তৃণমূল সুপ্রিমো।

৫ ডিসেম্বর দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। G-20 নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো। গত বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনেই নিজেই একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের আলোচ্য বিষয় জানিয়ে দিয়েছেন তিনি। বিধানসভায় তিনি বলেন, ‘‘জি-২০ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাব। তবে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারপার্সনদের বৈঠক ডাকা হয়েছে। আমিও সেখানে দলের চেয়ারপার্সন হিসেবে যাব।’’

তবে, সংসদে অধিবেশন চলাকালীন দিল্লি যান মমতা। কোভিড-কালে ২ বছর তার ব্যতিক্রম হয়। কিন্তু এবছর আগেও অধিবেশনের সময় রাজধানীতে পা রেখেছেন মমতা। দলীয় সাংসদদের সঙ্গে আলোচনা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*