রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার হবে দুর্গাপুজোর মণ্ডপেই। মঙ্গলবার, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে বিভিন্ন দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন কোন দফতর পুজো মণ্ডপে কী প্রচার বা বিজ্ঞাপন করবে তার একটি রূপরেখাও দিয়েছেন তিনি। এর ফলে একদিকে পুজো কমিটিগুলি যেরকম বিজ্ঞাপন পেয়ে উপকৃত হবে তেমনি সরকারের নানাবিধ কাজকর্ম সম্পর্কে জানতে পারবেন রাজ্যের মানুষ।
এদিন পুজো বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা থেকে জেলা এবার দুর্গাপুজোর মণ্ডপে বিভিন্ন দফতর প্রচার সম্বলিত হোর্ডিং দেওয়া হবে। সেই দফতর কী কী কাজ করছে মূলত তাই তুলে ধরা হবে হোর্ডিং-এ। ওই সব দফতরের অধীনে কোন প্রকল্পে, কী সুবিধা পাওয়া যায় তাও জানানো হবে বিজ্ঞাপনের আকারে। উদাহরণ দিয়ে তিনি বলেন, পর্যটন দফতর বিভিন্ন টুরিস্ট স্পট, প্যাকেজ ইত্যাদি নিয়ে বিজ্ঞাপন দেবে। ডেউচা পাঁচামি প্রকল্প নিয়ে বিজ্ঞাপন দেবে শিল্প দফতর। তথ্য সংস্কৃতি দফতর উৎসবে ঐক্যের বার্তা দিয়ে বিজ্ঞাপন দিতে পারে।
মুখ্যমন্ত্রী জানান, পুজোকে কেন্দ্র করে বাংলায় ৬০ হাজার কোটি টাকার বাজার তৈরি হয়। পুজোয় বহু মানুষের রোজগারের ব্যবস্থা হয়। পুজো কমিটিগুলির আয় বাড়ানোর উপর বারবার জোর দেন তিনি। তাই শান্তিতে, নির্বিঘ্নে পুজো হওয়ায় জোর দেন মমতা। মণ্ডপের অগ্নিনির্বাপক ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ নিয়েও কড়া নজর তাঁর। সব সম্প্রদায়ের সম্প্রীতির পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।
Be the first to comment