বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর মসনদে বসার পর এ বার রাজ্যের প্রতিটি ব্লকে ইংরেজি মিডিয়াম স্কুল মিডিয়াম স্কুল তৈরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পর নবান্নর সভাঘরে সাংবাদিক বৈঠক করে মমতা জানান, প্রত্যেকটি ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করবে রাজ্য সরকার। তাৎপর্যপূর্ণভাবে, শিক্ষা দফতরেও এ বার নতুন মন্ত্রী নিয়োগ করেছেন মমতা। ২০১৬ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা হয়েছিল। তারপর শিক্ষা দফতরে নিয়োগের ক্ষেত্রে নানা সময় একাধিক অনিয়ম বেনিয়মের অভিযোগ ওঠে। এ বার অধ্যাপক তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসুকে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন মমতা। উল্লেখ্য, রাজ্য প্রথমবার ক্ষমতায় আসার পরও তৃণমূল সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্যই। যদিও পরবর্তী সময় তাঁর মন্ত্রক পরিবর্তন হয়েছিল। এ বার ফের একবার শিক্ষার দায়িত্ব পেলেন তিনি।
ইংরেজি মিডিয়াম স্কুল তৈরি করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশা মমতা জানিয়েছেন, “সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ছেলে-মেয়েরা এখানে পড়াশোনা করবে।” রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে শিক্ষক নিয়োগও গতি পাবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবার রাজ্যে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করেছিল রাজ্য সরকার। যদিও কোভিডের কারণে গতবছর থেকেই তা বন্ধ। এ বার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরেকধাপ উপরে নিয়ে যেতে নতুন বড় সিদ্ধান্ত নিলেন মমতা।
Be the first to comment