আমাদের সরকার আহত ডাক্তারদের পূর্ণ যত্ন নিচ্ছে, রোগীদেরও চিকিৎসা শুরু করুক ডাক্তাররা; আবেদন মুখ্যমন্ত্রীর

Spread the love

ছবি সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

মাসানুর রহমান,

এনআরএস কান্ডে জুনিয়র ডাক্তারদের উপর আক্রমনের বিষয় নিয়ে আজ এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কথা বলার পর চিকিৎসদের কাজ করতে শুরু করতে বলে আবেদন জানান এবং জুনিয়র ডাক্তারদের উপর এই আক্রমন নিয়েও বহু কথা বলেন। তারপর সোশ্যাল মিডিয়াতেও চিকিৎসাবিহীন পিজি, এনআরএসের ছবি তুলে ধরেন।

তিনি লেখেন, গত ৩দিন আগে এনআরএস হাসপাতালে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। আহত চিকিৎসককে দেখার জন্য আমি সহকর্মী চন্দ্রমা ভট্টাচার্য, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে পাঠিয়ে ছিলাম এব চিকিৎসকদের একটি বিভাগে কথা বলি এবং তাদেরকে কাজ চালানোর আহ্বান জানাই যাতে সাধারন মানুষের ভোগান্তি না হয়। 
ক্যান্সার, কিডনি রোগ, এবং দুর্ঘটনাজনিত কারণে ক্ষতিগ্রস্ত, এমনকি দূরবর্তী স্থান থেকে আসা শিশুরাও চিকিৎসার জন্য যন্ত্রণা ভোগ করছে। তিনি বলেন, আমাদের সরকার আহত ডাক্তারদের পূর্ণ যত্ন নিচ্ছে, রোগীদেরও চিকিৎসা শুরু করুক ডাক্তাররা।

দেখুন ছবি-

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/2518020178265308

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*