মহাত্মা গান্ধীর জন্মদিনে বেলেঘাটায় গান্ধীভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love
মঙ্গলবার মহাত্মা গান্ধীর জন্মদিনে বেলেঘাটায় গান্ধীভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফেরার পরে তিনি গান্ধীজির সর্বধর্ম সমন্বয়ের শিক্ষার কথা স্মরণ করিয়ে দেন। তাঁর কথায়, গান্ধীজি সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী প্রচার করেছিলেন। তখন আর এখনকার রাজনীতি আলাদা। তখন ছিল পরাধীন আমল। আজ স্বাধীন হয়েও আমরা পরাধীন হয়ে গিয়েছি।
স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশ যেদিন স্বাধীন হয়, সেদিন গান্ধীজি কোথায় ছিলেন অনেকেই জানেন না। তিনি সেদিন ছিলেন বেলেঘাটায়। যাতে সাম্প্রদায়িক উত্তেজনা না সৃষ্টি হয়, সেজন্যই তিনি ছিলেন ওখানে । বেলেঘাটায় গান্ধীভবন সংস্কারের জন্য পশ্চিমবঙ্গ সরকার সাড়ে তিন কোটি টাকা খরচ করেছে। তমলুকে গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আগামী বছর ২ অক্টোবর গান্ধীজির স্মরণে পদযাত্রা করবেন বলে জানিয়েছেন মমতা। এই সঙ্গে তিনি বলেন, যাঁরা গান্ধীজিকে শ্রদ্ধা করেন, তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন। ভাগাভাগি করবেন না।
সাম্প্রতিক পরিস্থিতির কথা তুলে তিনি বলেন, দেশ এখন সংকটে। রোজ গ্যাসের দাম বাড়ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে দেশকে ভালো রাখতে হবে। ভাগাভাগি করলে দেশ ভালো থাকে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*