কোভিডকাল কাটিয়ে এবার সেজে উঠছে গঙ্গাসাগর মেলা। এবার পুণ্যস্নানে বিপুল ভক্ত সমাগম হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এক্ষেত্রে নাশকতার আশঙ্কাও থাকছে। সেই কারণে বুধবার গঙ্গাসাগরের প্রস্তুতি বৈঠকে অশান্তির বিষয়ে প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
CCTV নজরদারির উপর জোর দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেই প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, “অনেক মানুষ আসবেন। দেখবেন কেউ যেন ব*ন্দুক নিয়ে ঢুকে না পড়ে! অনেকে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার জন্য পরিকল্পনা করবে। সেগুলি আমাদের ভেস্তে দিতে হবে।”
অগ্নিকাণ্ডের বিষয়ও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বলেন, গঙ্গাসাগরে যে পুণ্যার্থীরা আসবেন তাঁরা কেউ যেন স্টোভ নিয়ে সেখানে না যান। অনেক সময় দেখা যায়, ভিন রাজ্য থেকে আসা মানুষ ব্যাগে করে স্টোভ নিয়ে তাঁবুর মধ্যেই রান্না করেন। এর থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment