তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর শেষ। এবার মিশন গোয়া। বৃহস্পতিবার বিকেলেই আরব সাগরের উপকূলের রাজ্যে পৌঁছে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামী তিনদিন সেখানে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। আর তৃণমূল নেত্রীর সেই সফরের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। তবে তাঁর এই গোয়া সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বঙ্গ বিজেপি নেতৃত্ব।
এদিন পাহাড় থেকে সোজা গোয়ায় (Goa) উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সাংবাদিক বৈঠক করে নিজেই তাঁর কর্মসূচির কথা জানাবেন বলে তৃণমূল সূত্রে খবর। দলের অন্দরের খবর, শুক্রবার সকালে গোয়ার তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর দেখা করার কথা। এর পর সেই রাজ্যের মাছের বাজারে গিয়ে মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন মমতা। এই সফরে যেতে পারেন স্থানীয় মন্দির এবং চার্চে। হেঁটে গোয়ার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখতে পারেন তিনি। সঙ্গে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনবেন তিনি।
তাৎপর্যপূর্ণভাবে, গোয়ায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছে তৃণমূল। চা চক্র থেকে মধ্যাহ্নভোজ দফায় দফায় বৈঠকে তৃণমূল নেত্রী কাদের সঙ্গে দেখা করেন, তা নিয়েই তুমুল আগ্রহ রাজনৈতিক মহলে। এপ্রসঙ্গে বলে রাখা দরকার, গোয়ার একাধিক খ্যাতনামা ব্যক্তি তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেছেন। ফুটবলার অ্যালভিটো, গায়ক রেমো ফার্নান্ডেজ, লাকি আলি অভিনেত্রী নাফিস আলিরা তৃণমূলে যোগ দিতে পারেন বলেই খবর। এমনকী, বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকর তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তবে এই যোগদান পর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরেই শেষ হয় কিনা সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
এদিকে তৃণমূল নেত্রীর গোয়া সফর নিয়ে তীব্র কটাক্ষ করেছে রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে্র খোঁচা, “গোয়ায় গিয়ে রাজনৈতিক শিক্ষা নিয়ে আসুন মুখ্যমন্ত্রী। বিরোধীদের সাথে কী ধরনের আচরণ করতে হয় গোয়ায় গিয়ে শিখতে পারবেন।” বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কথায়, “গোয়ায় কঙ্গোলেট বলে একটি জায়গা রয়েছে, যেখানে কয়েক হাজার বাঙালি শ্রমিক কাজ করেন। পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে তারা গোয়ায় রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করুন। তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করে বাংলায় ফিরিয়ে আনার ব্যাপারে আশ্বস্ত করুন।” খোঁচা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বলেন, “গোয়ায় বিধায়ক কিনতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
Be the first to comment