কপালে গুরুতর আঘাত! SSKM-এ ভর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে পৌঁছলেন অভিষেক

Spread the love

বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কপালে সেলাই করা হবে। তৃণমূলের এক্স হ্যান্ডল থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই মমতার সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। পাঁচ-ছজন বিশেষজ্ঞকে নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই কোনও ভাবে পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান। গলগল করে রক্ত বেরোতে থাকে। প্রথমে তাঁকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলেই সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন। ক্ষত বেশ গভীর বলেই জানা গিয়েছে।

ইতিমধ্যে, এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেছিলেন অভিষেক। সেখান থেকে কলকাতা ফিরেই তিনি সোজা এসএসকেএম হাসপাতালে যান। অভিষেক ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কপালে গভীর ক্ষত হয়েছে। কী করে এই ঘটনা ঘটল, তা এখনই স্পষ্ট নয়। তবে হাঁটার সময় মমতা পড়ে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

https://twitter.com/AITCofficial/status/1768286010264502610

এদিকে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, ঘাটালে মিটিং চলাকালীন এই খবর পাওয়া মাত্রই বিশালাক্ষী মন্দিরে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় পুজো দিলেন অভিনেতা দেব। এক্স হ্যান্ডেলে মমতার সুস্থতা কামনা করেছেন এমকে স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডু, অধীর রঞ্জন চৌধুরীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*