বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বড় লাভ ঘরে তুলছে বাংলা। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বড় বড় বিনিয়োগ পেয়েছে রাজ্য। দ্বিতীয় দিনে শিল্পপতিদের বক্তব্যের পরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখেন মমতা বন্দোপাধ্যায়। এদিন তিনি বলেন, গত দু’দিনে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে।
মমতা বন্দোপাধ্যায় জানান, এ বছরের বাণিজ্য সম্মেলন থেকে ৩ লাখ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে রাজ্য। তিনি বলেন, এত পরিমাণে বিনিয়োগের প্রতিশ্রুতি এবারেই প্রথম। এর আগের পাঁচটি বাণিজ্য সম্মেলন থেকে বাংলা যেখানে ১২ লাখ কোটি বিনিয়োগের আশ্বাস পেয়েছিল। এবার সেখানে একবারেই ৩ লাখ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
মমতা বন্দোপাধ্যায় জানান, নতুন বিনিয়োগে যে শিল্প গড়ে উঠবে, তাতে ৪০ লাখ কর্মসংস্থান তৈরি হবে। তিনি বলেন, এই সম্মেলনে ১৩৭ টি মৌ স্বাক্ষরিত হয়েছে।
BGBS-এর মঞ্চে মুখ্যমন্ত্রীর বার্তা:
- ৪২ টি দেশ থেকে ৪৩০০ জন প্রতিনিধি এসেছেন।
- এবার ১৩৭টি মৌ স্বাক্ষর হয়েছে।
- দু’দিনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।
- ক্ষুদ্র ও কুটির শিল্পে রাজ্যে ১.৩৬ কোটি কর্মসংস্থান হয়েছে।
- শুধু BGBS-এর মাধ্যমে গত কয়েক বছরে এ রাজ্যে ৪০ লক্ষ কর্মসংস্থান হয়েছে।
- রাজ্যে দেউচা পাচামি হচ্ছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খাদান।
- আমি ট্রাস্ট, টেকনোলজি ও টিম ওয়ার্কে বিশ্বাস করি।
- আগামী দশ বছরে বাংলা এমন জায়গায় পৌঁছে দিতে চাই, যেখানে বাংলাকে কেউ ধরতে পারবে না।
- বিদেশি প্রতিনিধিদের বলব, দুর্গাপুজোর সময় আসুন। দেখে যান। শুধু দুর্গাপুজোকে কেন্দ্র করে ৩০ হাজার কোটি টাকার ব্যবসা হয়।
- আমি আপনাদের আশ্বস্ত করছি, এখানে আসুন, বাংলার জন্য ভাবুন, বাংলায় বিনিয়োগ করুন। বাংলা আপনাকে প্রতিদান দেবে, এটা আমি নিশ্চিত।
- যদি স্থায়িত্ব চান, তাহলে বাংলায় তা রয়েছে।
- শুধু কলকাতার জন্য নয়, রাজ্যের বিভিন্ন জেলার জন্য অনেক প্রকল্প এসেছে। জেলার বণিক সভাগুলোকে ধন্যবাদ জানাই।
Be the first to comment