জে পি নাড্ডার কনভয়ে হামলা, কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি ভাঙচুর। নিরাপত্তায় উঠেছে গাফিলতির অভিযোগ। আর এই সবের মধ্যেই বিতর্ক শুরু হয় তিন আইপিএস আধিকারিকের ভূমিকা নিয়ে। ভোলানাথ পাণ্ডে, রাজীব মিশ্র ও প্রবীণ কুমার ত্রিপাঠী। সেদিন বিজেপি সর্বভারতীয় সভাপতির কনভয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই তিনজনই।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর কেন্দ্রের তরফে তাঁদের ডেপুটেশনে চাওয়া হয়েছিল। যদিও কেন্দ্রের এই প্রস্তাবে তীব্র আপত্তি ছিল রাজ্যের। সূত্রের খবর, তিন আইপিএসকে রাজ্যের বাইরে বদলি করতে চলেছে কেন্দ্র। আর এই নিয়েই ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। ভোটের আগে এমন ঘটনা অসাংবিধানিক বলেই মনে করছেন তিনি।
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যের আপত্তি থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কর্মরত তিন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আইপিএস ক্যাডার বিধি ১৯৫৪-এর আপদকালীন ক্ষমতাকে বিনা কারণে অপব্যবহার করা হচ্ছে।
তিনি আরও লিখেছেন, এহেন কাজ ইচ্ছাকৃতভাবে রাজ্যের এক্তিয়ারকে সংকোচন করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। রাজ্যে কর্মরত আধিকারিকদের নীতি থেকে বিচ্যুত করার ও তাঁদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগে এই পদক্ষেপটি গণতান্ত্রিক কাঠামোর মূল ধারার পরিপন্থী। এটি অসাংবিধানিক এবং কোনওভাবেই মেনে নেওয়া যায় না। রাজ্যের পরিকাঠামোকে নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রের এই চেষ্টা আমরা কোনওভাবেই বরদাস্ত করব না। আগ্রাসী ও অগণতান্ত্রিক শক্তির সামনে বাংলা মাথা নোয়াবে না।
Be the first to comment