যাদবপুরে ছাত্রমৃত্যুতে স্তম্ভিত: অত্যাচারের জন্য সিপিএম-কে দায়ী করে তোপ মুখ্যমন্ত্রীর

Spread the love

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এই মৃত্যু কাম্য নয়। সোমবার, বেহালার অনুষ্ঠানে থেকে সিপিএমের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা। তিনি বলেন, ছাত্রমৃত্যুর ঘটনায় আমি দুঃখিত, আমি স্তম্ভিত। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, যাদবপুরে কিছু আগমার্ক সিপিএম আছে, যারা এই ঘটনা ঘটাচ্ছে।

ছাত্রমৃত্যুর ঘটনায় নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরাজকতার বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তিনি জানান, যাদবপুরের ছেলেটির উপর জামা-কাপড় খুলে নিয়ে নির্মম অত্যাচার করা হয়েছিল। তাঁর কথায়, ‘‘যারা ছেলেটাকে উপর থেকে ছুড়ে ফেলে দিয়েছে, তারা সব মার্ক্সবাদী। এরা কখনও বিজেপি, কখনও কংগ্রেস।’’ তৃণমূল সভানেত্রী বলেন, ‘‘ওখানে কিছু আগমার্কা সিপিএম আছে। তারা ছেলেটার জামাকাপড় পর্যন্ত খুলে নিয়েছিল। এসব করেও ওদের লজ্জা নেই।‘‘

মমতার অভিযোগ, এই ছাত্রের হাতে একটা মাদুলি ছিল। ওরা বলেছিল সেটা খুলতে হবে। যেন জমিজারি। ওটা যেন ওদের রেড ফোর্ড! এরপরেই যাদবপুরকে আতঙ্কপুর বলে তীব্র আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘ওখানে পুলিশ ঢুকতে দেয় না। সিসিটিভি লাগাতে দেয় না। র্যা গিং করে। যাদবপুর এখন আতঙ্কপুর। অনেক জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*