কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের ফলে রাজ্যে জয়েন্ট- পরীক্ষায় ৪,৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র পরীক্ষায় বসতে পেরেছে ১,১৬৭জন। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কে দিয়েছে? প্রশ্ন তুলে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘যারা পরীক্ষায় বসতে পারলো না তারা তো বঞ্চিত হল। অন্যান্য রাজ্যেও ৫০শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারেনি।’ তিনি আরোও বলেন, ‘ছাত্র-ছাত্রীরা তো পরীক্ষায় বসবে না বলেনি, তারা কয়েকটা দিন শুধু পেছাতে বলেছিল। কয়েকটা দিন বাড়ানো হলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? ‘
Be the first to comment