রাত পোহালেই নববর্ষ, কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রাত ফুরোলেই বাংলা নববর্ষ। বছরের শেষ দিন কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ১৪২৯-এর নতুন যাত্রা শুরু। তার জন্য রাজ্যবাসীকে শুভেচ্চা জানান তিনি। সকলের শান্তি, সমৃদ্ধি এবং শুভবুদ্ধি উদয়ের জন্য প্রার্থনা করেছেন বলে জানান। 

বৃহস্পতিবার বিকেলে কালীঘাটের মন্দিরে পুজো দেন মমতা। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন, আজ প্রথম নয়, দীর্ঘ দিন ধরে প্রতি বছর কালীপুজো এবং পয়লা বৈশাখের আগের দিন মায়ের কাছে আসি। বাংলার মানুষ, আমার মা-মাটি-মানুষের জন্য শুভ কামনা করে যাই। সকলের শান্তি, শুভ বুদ্ধি উদয়ের জন্য প্রার্থনী করি।

মমতা জানিয়েছেন, প্রতি বছর পয়লা বৈশাখে মন্দিরে আসেন তিনি। এ যাবৎ সেই নিয়মের অন্যথা ঘটেনি। যত দিন বাঁচবেন, তত দিন তা চালিয়েও যাবেন তিনি। মমতা বলেন, রাজনীতি রাজনীতির জায়গায়। মানুষের সেবা করার জন্য রাজনীতি। কিন্তু তার বাইরেও আমি মানুষ। মানবিক ধর্ম বলে কিছু রয়েছে। সেই মানবিকতাকে বাঁচিয়ে রাখতেই আসি। সকলের শুভ বুদ্ধির উদয় হোক।

এর পাশাপাশি মমতা জানান, কালীঘাটে দর্শনার্থীদের সুবিধার জন্য রাস্তা চওড়া করে দিয়েছে তাঁর সরকার। দক্ষিণেশ্বরে গড়ে দেওয়া হয়েছে স্কাইওয়াক। এ ছাড়াও লোকনাথ মন্দির, অনুকুল টাকুরের আশ্রম এবং গঙ্গাসাগরেও উন্নয়ন ঘটানো হয়েছে। শুধু মন্দির নয়, বড়দিনে তিনি যেমন গির্জায় যান, তেমনই ইদে রেড রোডের নমাজেও অংশ নেন বলে জানান মমতা। আবার গুরুদ্বারেও যান। মমতার মতে, দীর্ঘ রাজমনৈতিক জীবনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*