বাংলাকে বিশ্বের মঞ্চে নিয়ে যাবে কন্যাশ্রীরা। কন্যাশ্রী দিবসের ১০বছ পূর্তিতে সোমবার, ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠানে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে ধমকে-চমকে আটকে রাখা যাবে না। বিশ্ব জয় করবে বাংলার সংস্কৃতি-মেধা।
এদিন, বিভিন্ন ক্ষেত্রে কৃতি কন্যাশ্রীদের হাতে শংসাপত্র ও উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। নিজের লেখা দুটি কবিতা পাঠ করেন। বলেন, এই কবিতা ভবিষ্যতে ছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে। সিঙ্গুর আন্দোলনের সময় অনশনে থাকা অবস্থায় লেখা কবিতা শোনান মমতা। আর একটি কবিতা আমার ঠিকানা পাঠ করেন তিনি। জানান, কন্যাশ্রীর লোগো থেকে থিম সং সবই তাঁর রচনা। বিশ্বের তাবড় দেশকে পিছনে ফেলে সাফল্যের শীর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প কন্যাশ্রী। নেদারল্যান্ডে সেই পুরস্কার আনতে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই অভিজ্ঞতার কথাও এদিন শোনান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ কন্যাশ্রী একটি ব্র্যান্ড। আমি বিশ্বাস করি। কন্যাশ্রী দিবস সারা দেশে এক দিন ওয়ার্ল্ড গার্ল চাইল্ড ডে হিসেবে পালিত হবে। কন্যাশ্রীর লোগো গরিব মেয়ের ছবিকে নিয়েকে তৈরি করি। কন্যাশ্রীর গানটিও আমার লেখা এবং লোপামুদ্রার গাওয়া।’’ একই সঙ্গে জানান, স্টুডেন্স ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষায় ঋণ পেতে আর সমস্যা নেই পডুয়াদের।
সরাসরি নাম না করলেও কেন্দ্রীয় এজেন্সি আর প্রতিনিধিদল পাঠিয়ে বাংলাকে হেনস্থা করার বিরুদ্ধে সুর চড়ান মমতা। তিনি বলেন, বাংলাকে ধমকিয়ে-চমকিয়ে আটকে রাখা যাবে না। বাংলা সৃংস্কতি-মেধা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে শীর্ষ আসন লাভ করবে। কন্যাশ্রী বিশ্ব সেরা হবে। বলেন, ‘‘বাংলার সংস্কৃতি, বাংলার মেধা এগিয়ে চলুক। কেউ যেন থামাতে না পারে। বাংলাকে যেন কেউ চমক দেখাতে না পারে। বাংলাকে আমরা চমক দেখাব, উন্নয়নের সঙ্গে। বাংলাকে ধমকানি নয়, চমকানি নয়। বাংলা আমার কাছে আমার ঘর। আমার ঘর, মায়ের শাড়ির আঁচল, আম্মার শাড়ির আঁচল। হিন্দু, মুসলিম, শিখ, সবাই একসঙ্গে থাকবে। বাংলা সংহতির এক প্রধান কেন্দ্র।’’
মুখ্যমন্ত্রী জানান, ‘‘আগামীকাল স্বাধীনতা দিবস। আমি ফ্রিডম অ্যাট মিড নাইট প্রোগ্রাম চালু করেছিলাম। আজ দুটি অনুষ্ঠানেও যেতে হবে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রধানদের বলব একবার আলিপুর মিউজিয়াম ঘুরিয়ে নিয়ে যান। স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষ্যে করেছি।’’ বক্তৃতার একেবারে শেষে মমতা স্লোগান দেন, ‘‘জয় বাংলা, জয় ইন্ডিয়া।’’
Be the first to comment