একমাত্র দল হিসেবে তৃণমূল কংগ্রেসই লখিমপুর খেরিতে পৌঁছতে পেরেছে। দলীয় প্রতিনিধিরা দেখা করেছেন মৃতদের পরিবারের সঙ্গে। বুধবার এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র পুজো সংখ্যা উদ্বোধনে নজরুল মঞ্চে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের শুরুতেই তাঁর গলায় শোনা যায় লখিমপুরের কথা। ফের একবার লখিমপুর খেরির ঘটনা নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন মমতা।
এরপরই মমতা বলেন, ‘তৃণমূলই একমাত্র দল যার প্রতিনিধিরা লখিমপুরে গিয়ে পৌঁছতে পেরেছেন। দোলা সেন, কাকলি ঘোস দস্তিদার, প্রতিমা মণ্ডল এবং আবীর বিশ্বাস লখিমপুরে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। তাঁরা ঘুরপথে সেখানে পৌঁছেছেন।’ পাশাপাশি মমতা বলেন, ‘দোলা সেন তো পাঞ্জাবী সেজে লখিমপুরে ঢুকেছেন।’
পাশাপাশি কৃষকদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় লুকিয়ে তৃণমূলের প্রতিনিধিরা লখিমপুরে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেছেন ৷ এ দিন জাগোবাংলার শারদসংখ্যা প্রকাশের পাশাপাশি মিউজিক ভিডিয়ো প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ যেখানে মুখ্যমন্ত্রী নিজে গান গেয়েছেন ৷
নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র জাগোবাংলার শারদসংখ্যা প্রকাশ অনুষ্ঠানে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী ৷ ওই ঘটনাকে নির্মম হত্যা বলে অভিযোগ করেছেন মমতা ৷ মুখ্যমন্ত্রী, বলেন, ‘‘লখিমপুরে যেটা হয়েছে তা খুবই দুখঃজনক ৷ নিরীহ কৃষকদের হত্যা করা হয়েছে ৷ তৃণমূলের কংগ্রেস একমাত্র দল যাঁরা সেখানে পৌঁছতে পেরেছিল ৷ দোলা সেন, প্রতিমা মণ্ডলরা সেখানে গিয়েছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে ৷ তাঁদের লুকিয়ে সেখানে যেতে হয়েছিল ৷’’
গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরে কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেয় ৷ যে ঘটনায় আশিস মিশ্রের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ কিন্তু 3 দিন অতিক্রান্ত হয়ে গেলেও আশিসকে গ্রেফতার করতে পারেনি উত্তরপ্রদেশ পুলিশ ৷
মঙ্গলবার তৃণমূলের প্রতিনিধি দল নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করে ৷ যে দলে দোলা সেন, সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডলরা ছিলেন ৷ মোট ৬ সদস্যের প্রতিনিধি দল লখিমপুর খেরিতে যান ৷ আর আজ সকালে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা এবং রাহুল গান্ধী-সহ কংগ্রেসের ৫ সদস্যকে লখিমপুর খেরিতে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয় যোগী সরকার ৷
Be the first to comment