শনিবার হলদিয়ার জনসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সু্প্রিমোর ভাষণের সিংহভাগ জুড়ে ছিল নাম না করে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী অথচ তাঁকেই এক জেলা থেকে অন্য জেলায় যেতে গেলে অনুমতি নিতে হত। কারও নাম না করে তিনি এদিন বলেন, মেদিনীপুরের কিছু গদ্দারকে পুষেছিলাম। যাদের পছন্দ হত না, তাঁকেই জেলে ভরতো। পাঁশকুড়ার আনিসুরকে জেলে পাঠিয়েছে। এই আনিসুরের বাইকেই নন্দীগ্রামে পৌঁছেছিলাম যখন সিপিআইএমের হার্মাদরা আমাকে আটকেছিল।’
ওয়াকিবহল মহলের মতে, আসলে গদ্দার বলতে তিনি শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকেই নিশানা করেছেন। এখানেই শেষ নয় তৃণমূল নেত্রী বলেন, ‘বিজেপির মতো বড় তোলাবাজ কোথাও নেই। যাঁরা তোলাবাজ ছিল, টাকা বাঁচাতে বিজেপিতে গেছে। আগে পূর্ব মেদিনীপুরে আসতে অনুমতি নিতে হত। আপদ বিদায় হয়েছে, বেঁচে গিয়েছি।’
Be the first to comment