শুক্রবার ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধর্মতলায় প্রতিবছরের মতো এই দিনটি শ্রদ্ধা দিবস হিসেবেও পালন করা হবে। একুশের মঞ্চে বক্তব্য রাখার কিছুক্ষণ আগেই ১৯৯৩ সালে ২১ জুলাই যারা শহিদ হয়েছিলেন সেই সমস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৯৩ সালের ২১ জুলাই তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল। পুলিশকে দমনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয় বাম আমলের সরকার। তারপরেই শুরু হয়ে যায় পুলিশের লাঠিচার্জ। পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়। সেই ১৩ জনকে শ্রদ্ধা জানাতেই পালন করা হয় আজকের দিনটি। চলতি বছর এর সঙ্গে যোগ হয়েছে তেইশের পঞ্চায়েত নির্বাচনে যে তৃণমূল কর্মীরা প্রাণ দিয়েছেন তাঁদেরও শ্রদ্ধা জানানো হবে।
Be the first to comment