রাজ্যের তপশিলি জাতি ও উপজাতিভুক্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই প্রথম সরকারি বৈঠকে ডাক পেলেন বিরোধী বিধায়করা। মঙ্গলবার রাজ্যের তপশিলি জাতি ও উপজাতিভুক্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল বিধায়কদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছিলো অন্য দলের বিধায়কদেরও।

তৃণমূল, বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি মিলিয়ে বিধানসভায় এসটি ও এসসি বিধায়কের সংখ্যা ৮৪ । আজকের বৈঠকে তাঁরা প্রত্যেকেই আমন্ত্রিত ছিলেন । বৈঠক শুরু হয় দুপুর ২টোয়।

এদিনের বৈঠকে বর্ধমান পূর্বের সংসদ সুনীল মন্ডলকে সাংগঠনিক কাজে নাক গলাতে বারণ মমতা বন্দ্যোপাধ্যায়। যেন তিনি নিজের মতো থাকেন সেটা বিধায়কদের বৈঠকে বলেছেন মমতা এমনটাই সূত্রের খবর। ট্রাইবালদের পেনশন, যাঁরা পায় তাদের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মাকে মুখ্যমন্ত্রী বলেন, পরামর্শ দিন শুনবো। দেখছি কি করা যায়, তবে আর কোথায় এতো টাকা পাবো ! 

সূত্রের খবর ST, SC, OBC সার্টিফিকেট যেন তাড়াতাড়ি পাওয়া যায় সেটা মুখ্যমন্ত্রীকে দেখতে বলেছেন সব বিধায়করা। আর যেসব জটিলতা আছে সেগুলো সরলীকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আদিবাসী জমি দখল হচ্ছে সেই নিয়ে উত্তরবঙ্গের অনেক আদিবাসী বিধায়করা বলেছেন পাট্টা দেওয়ার জন্য। আদিবাসীদের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের সচিব সব প্রস্তাব নোট করেছেন বলে দফতর সূত্রের খবর।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বৈঠকের কিছু উল্লেখযোগ্য পয়েন্ট-

১. আদিবাসীদের সার্টিফিকেট দেওয়ার নিয়ম সরলীকরণ করতে হবে। 

২. আরও বেশি সংখ্যাক  আদিবাসী মানুষকে ভাতা দিতে হবে। 

৩. আদিবাসীদের জমি বেদখল হয়ে যাচ্ছে সেটা দেখতে হবে। তপশিলি জাতি উপজাতি ভুক্ত বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রীকে এই কথা জানালেন কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা। আর এই কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপনারা আমাদের সাজেশন দিন সেই মতো আমরা বিষয়টি দেখব।  

দেখুন ভিডিও-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*