করোনার পরিস্থিতিতে JEE ও NEET পরীক্ষা স্থগিতের জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা বলেন, ‘চলুন সবাই মিলে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করি, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে পরীক্ষা স্থগিত রাখা হোক ৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই কাজ করছে কেন্দ্র ৷ কিন্তু আদালতের কাছে ফের আবেদন করতে পারে কেন্দ্র৷ পরীক্ষার্থীদের শারীরিক অবস্থার কথা ভাবা হোক ৷
এ দিন সোনিয়া ও মমতার ডাকে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন অ-বিজেপি শাসিত ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, আমি বহুবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ৷ বিকল্প উপায় প্রধানমন্ত্রী নিতে পারতেন ৷ কেন্দ্র যদি আবেদন না জানায় সুপ্রিম কোর্টে, রাজ্যগুলি আদালতে যাক৷ রাজ্যগুলির একযোগে আদালতে যাওয়া উচিত ৷
কেন্দ্রের সমালোচনা করে মমতা বলেন, জিএসটি নিয়ে কেন্দ্র অনড়৷ আমার কেন্দ্রের থেকে কিছুই পাইনি৷ মে-জুনে বকেয়া ৪ হাজার ১০০ কোটি টাকা৷ রাজ্য চালাবো কী করে? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এখন অদ্ভূত পরিস্থিতি৷ মানুষের উপকার করতে গেলেই বিরক্ত করা হচ্ছে৷ এমন অত্যাচার আগে কখনও হয়নি৷ টাকা কি আকাশ থেকে পড়ে?’
এদিনের বৈঠকে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রমুখ ৷
Be the first to comment