‘আমি এখনও মনে করি সন্ধ্যাদি ভারতরত্ন’, গীতশ্রীর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

Spread the love

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমি মনে করি সন্ধ্যা মুখোপাধ্যায় ভারতরত্ন। একটা শতাব্দীর আর কেউ রইলেন না। আমি ভাবতেই পারছি না।” দুঃসংবাদ পেয়েই উত্তরবঙ্গের কর্মসূচি কাটছাঁট করে আগামিকালই কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। 

পশ্চিমবঙ্গ সরকার 

তথ্য ও সংস্কৃতি বিভাগ 

নবান্ন 

৩২৫, শরৎ চ্যাটার্জি রোড 

হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যা: ৪৮/আইসিএ/এনবি

তরিখ: ১৫/২/২০২২

*মুখ্যমন্ত্রীর শোকবার্তা*

কিংবদন্তীপ্রতিম সঙ্গীতশিল্পী, অমর সুরসাধিকা  সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি আজ  কলকাতায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর।

দশকের পর দশক  ধরে তিনি তাঁর অবিস্মরণীয় কণ্ঠমাধুর্যের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া  অসংখ্য গান  সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় আজও শীর্ষে রয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১১ সালে ‘বঙ্গবিভূষণ’, ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ২০১৫ সালে ‘ওস্তাদ বড়ে গোলাম আলি বিশেষ সঙ্গীতসম্মান’  প্রদান  করে। এছাড়া তিনি ভারত নির্মাণ অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বিএফজেএ অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হন। তিনি আমৃত্যু  পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাদেমীর সভাপতিও ছিলেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের  অপূরণীয় ক্ষতি হল।

স্বর্ণকণ্ঠী গীতশ্রী সন্ধ্যাদির  সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে আমি আমার অগ্রজাকে হারালাম।
আমি সন্ধ্যাদির  পরিবার-পরিজন ও অসংখ্য অনুরাগীকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।                   

*মমতা বন্দ্যোপাধ্যায়*

‘মধুমালতী’র মতো নিজের কণ্ঠের জাদুতে কয়েক দশক ধরে সংগীত জগৎকে মাতিয়ে  রেখেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কিন্তু চলতি বছরের শুরুর দিকেই অসুস্থ হয়ে পড়েন গীতশ্রী। ধরা পড়েছিল করোনা। তবে মারণ ভাইরাস থেকে মুক্তিও মিলেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার সন্ধেয় সুরালোকে পাড়ি দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। খবর পাওয়া মাত্রই উত্তরবঙ্গ থেকে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কান্না জড়ানো কন্ঠে তিনি বললেন, “কোভিড থেকে মুক্তি পেয়েছিলেন। আস্তে আস্তে সেরে উঠছিলেন। হঠাৎ একদিনে কী হল জানি না। খবরটা শুনেই খুব খারাপ লাগছে। সন্ধ্যাদি আমার খুব কাছের মানুষ ছিলেন। আমাদের সব অনুষ্ঠানে তিনি আসতেন। একটা ভীষণ কষ্ট হচ্ছে, বোঝানো যাবে না। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি এখনও মনে করি গীতশ্রী সন্ধ্যো মুখোপাধ্যায় ভারতরত্ন।”

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্ভবত আজ অর্থাৎ মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হবে গীতশ্রীর দেহ। আগামিকাল  বেলা ১২ টায় গীতশ্রীর দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। ৫ টা পর্যন্ত সেখানে রাখা হবে। গুণমুগ্ধরা সম্মান জানাতে পারবেন শিল্পীকে। মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার পর আগামিকালই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে গীতশ্রীর। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*