আচমকাই নবান্নে ২টি তলা পরিদর্শন মুখ্যমন্ত্রীর

Spread the love

কাজের দিনের সকালে নবান্নে পৌঁছে হঠাৎ ১২তলায় হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তলেই রাজ্যের অর্থ এবং বাজেট দফতর। বুধবার, প্রশাসনিক সদর দফতরে পৌঁছে ১৪তলায় নিজের দফতরে না গিয়ে সটান প্রথমে যান ৬তলায় ভূমি ও ভূমিসংস্কার দফতরে। সেখান থেকে ১২তলায় যান মুখ্যমন্ত্রী। আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। খোঁজ খবর নেন কর্মীদের।

এর আগে ১৫ মার্চ নবান্নের পাঁচ তলায় পার্বত্য বিষয়ক দফতরে যান মুখ্যমন্ত্রী। তার কয়েকদিন আগেই ডিএ আন্দোলনকারীদের যৌথ মঞ্চ ধর্মঘট ডাকে। কিন্তু সেদিন দফতরে হাজিরা বেশ কম ছিল। টেবিলে ফাইলের পাহাড় দেখতে পান মমতা। উষ্মা প্রকাশ করেন তিনি।

তবে, নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সোমবার সিপিএম প্রভাবিত কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তৃণমূল ক্ষমতায় আসার পরে কাউকে চাকরি থেকে সরায়নি। কোঅর্ডিনেশন কমিটির লোকেরা এখনও বিভিন্ন দফতরে রয়েছেন। তাঁরাই সরকারের কাজে বাগড়া দিচ্ছে। তবে, এদিন কেন ২টি দফতরে আচমকা মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন তার কোনও কারণ যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*