‘তোমাদের গর্ব, তোমাদের মেধা’, রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের প্রশংসা মুখ্যমন্ত্রীর

Spread the love

‘ঝড়কে আমি করবো মিতে, ডরব না তার ভ্রকুটিতে’ সব ঝড় সব বাঁধাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হয়ে রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দিন বদলেছে, পড়াশুনার মানও পাল্টেছে। সুযোগের সঙ্গে এখন প্রতিযোগিতাও বেড়েছে। আমাদের ছেলে মেয়েরাও যেন ভালো নম্বর পায়। অনান্য বোর্ডের সঙ্গে তারাও যাতে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারে সে বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এদিকে এদিন কৃতী ছাত্রছাত্রীদের জন্য ১০ হাজার টাকা করে ব্যাঙ্ক ডিপোজিট করার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি এদিন উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী গ্রন্থন সেনগুপ্তর ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন কলা বিভাগে ১০০য় ১০০ পাওয়া খুব কঠিন। তবে শুধু গ্রন্থনই নয় এদিন মুখ্যমন্ত্রী মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও আইসিএসই পরীক্ষায় কৃতীদের প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন মেধা তালিকায় স্থান পাওয়া খুবই কঠিন। মেধা তালিকায় একই নম্বর পেয়েছে একাধিক পড়ুয়া। এছাড়া এদিন সকল সফল ছাত্রছাত্রীদের পিছনে শিক্ষকের অবদান যে কতখানি তাও মনে করিয়ে দিতে ভোলেন নি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমাদের গর্ব, তোমাদের মেধা। নিজস্ব প্রতিভা নিয়ে এগিয়ে যাবে পড়ুয়ারা। মমতা জানান নাসা থেকে ভাষা বাংলার স্বীকৃতি সর্বত্রই।

এছাড়াও এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন বাজ পড়ে তরুণ ক্রিকেটারের মৃত্যু দুর্ভাগ্যজনক। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব মলয় দে ছাড়াও রাজ্যের শিক্ষা দফতরের অধিকর্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*