‘‌কেউ কেউ হুমকি দিচ্ছে বলে খবর পাচ্ছি’‌, নেতাজি ইন্ডোরে সুর চড়ালেন মমতা

Spread the love

একুশের নির্বাচনের আগে বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পর বাস্তবায়িত হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন। এবার বাস্তবায়িত হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ৫০০০ পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পড়ুয়াদের জন্য এই সরকারের নানা সুযোগ–সুবিধার কথা জানালেন তিনি। দিলেন পাশে থাকার বার্তাও।

ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?‌ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এটা শিক্ষার একটা নতুন দিগন্ত। গতবছর সরকারে আসার আগে এটা আমাদের প্রতিশ্রুতি ছিল। এখানে সরকারই হল গ্যারান্টার। অনেকেই পড়াশোনার জন্য ঋণ পায় না। কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ইতিমধ্যেই ২০ হাজার পড়ুয়ার ঋণের ছাড়পত্র পেয়েছে। যার অর্থমূল্য ১৫৪২ কোটি টাকা। আরও ২৫ হাজার পড়ুয়া ছাড়পত্র পাবে।’

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/4963316310402235/

এদিন ব্যাঙ্কগুলিকে বার্তা দিতে গিয়ে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, ‘আমি অনুরোধ করব সব ব্যাঙ্কের কাছে, যদি আপনারা টাকা না রিলিজ করেন, তাহলে কোন গ্রোথ হবে না। পড়ুয়াদের ঋণ দিতে বাধা হয়ে দাঁড়াবেন না। বাকি ব্যাঙ্ককেও বলব এই প্রকল্পে আসার জন্য। বাংলার ছেলেরা মাথানিচু করে চলে না, মাথা উচু করে চলে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে বলব কেউ কেউ অডিট রিপোর্ট চাইছে। একমাত্র সরকার অডিট রিপোর্ট চাইতে পারে। কেউ কেউ হুমকি দিচ্ছে বলে খবর পাচ্ছি। ব্যাঙ্কগুলিকে অনুরোধ করব, যাতে ওরা বেশি করে ঋণ দেয়।’

তবে এদিন মুখ্যমন্ত্রী জানান, আমাদের দেওয়া প্রতিশ্রুতি প্রত্যেকটিই রক্ষা করলাম। এখন রাজ্যে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা পাচ্ছেন। স্বাস্থ্যসাথীও পাচ্ছেন। এমনকী দুয়ারে রেশন দেওয়া হচ্ছে। এবার দেওয়া হল উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড। বছরের প্রথমদিন স্টুডেন্ট উইক করি আমরা। আমরা ১২ জানুয়ারি যুব দিবস পালন করি। কন্যাশ্রী দিবস পালন করি। যদিও এই বছর বড় করে ছাত্র দিবস পালন করা সম্ভব হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*