আসল কারণ রাজনৈতিক। আর সে জন্য অর্থনৈতিক দিক থেকে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে প্রতিহিংসা মূলক পদক্ষেপ করছে, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, রাজ্যের কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু রাজ্যকে তার প্রাপ্য দিচ্ছে না কেন্দ্র। কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার জন্য একাধিক দিক থেকে রাজ্য সরকার সমস্যার মধ্যে পড়ছে।
মুখ্যমন্ত্রীর কথায়, গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না। এর ফলে যেমন একশো দিনের কাজের টাকা দেওয়া যাচ্ছে না, তেমনই রিসার্চ স্কলারদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। টাকার অভাবে, রাজ্য সরকারের একাধিক প্রকল্প থমকে রয়েছে বলেও এ দিন অভিযোগ করেছেন মমতা।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলির অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। তাঁর কথায়, এত দিন রাজনীতি এবং অর্থনীতি বিষয় দুটো সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু, বর্তমান কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। রাজনৈতিক দিক থেকে তৃণমূলের সঙ্গে পেরে উঠেছে না। আর তার ফলে বাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করার পরিকল্পনা করেছে কেন্দ্রের বিজেপি সরকার।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানে | Distribution of Student Credit Card at Netaji Indoor Stadiumনেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানে | Distribution of Student Credit Card at Netaji Indoor Stadium
Posted by Mamata Banerjee on Wednesday, July 6, 2022
নবান্ন সূত্রের দাবি, ২৬ ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজে মজুরি বাবদ সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। ২০২১ সালের ১৪ অগস্ট থেকে ইমারতি দ্রব্যের টাকাও আটকে রাখা হয়েছে। মোট ৭৩০০ কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া। প্রায় সওয়া কোটি বৈধ জব কার্ডধারীর মজুরি আটকে রয়েছে।
মুখ্যমন্ত্রী একাধিক বার অভিযোগ করেছেন, ১০০ দিনের প্রকল্পের মতো বাংলা আবাস যোজনা, বাংলা সড়ক যোজনার টাকাও আটকে রাখা হয়েছে। সমাধানের জন্য সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছেন। তেমন হলে তিনি নিজেও দিল্লি যাবেন। তিনি প্রশ্ন তোলেন, আবাস যোজনায় গুজরাত, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে নিজেদের রাজ্যের নাম থাকলে ‘বাংলা’ নামে কেন্দ্রের আপত্তি কীসের?
Be the first to comment