বাংলায় NRC হতে দেবেন না- ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, মালদহ ও মুর্শিদাবাদ জেলাকে নিয়ে একসঙ্গে মালদহ কলেজের অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মালদহে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই ফের তিনি স্পষ্ট বলেন, ”এখানে কোনও এনআরসি হবে না। নাগরিকত্ব নিয়ে নিশ্চিন্তে থাকুন। আমি গ্যারেন্টার।”
এর আগেও NRC নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বহুবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বারবার এর বিরোধিতা করে তিনি বলেন, বাংলায় এনআরসি করতে দেবেন না। এদিন তিনি বলেন, ‘‘এই কাগজ, সেই কাগজ খোঁজা হচ্ছে। কোনও কাগজ না থাকলেই আপনাকে বিদেশি বানিয়ে দেবে। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। যেভাবে অসমে করা হয়েছে। আমি এই কাজ করতে দেব না।’’ তবে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে সতর্ক থাকতে বলেন মমতা। ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করারও পরামর্শ দেন।
মালদহের ওয়াকফ বোর্ডের কাজ নিয়েও প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ঠিকমতো করার জন্য প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি কমিটিও তৈরি দেন। সরকারি অনুমতি ছাড়া বাগান বিক্রি করা যাবে না, এই বিষয়ে আইন সংশোধনের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment