বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভালের সূচনা হল ৷ সোমবার এই ফেস্টিভালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে রাজ্যবাসীকে বড়দিন ও নববর্ষের আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি, ওমিক্রন সংক্রমণ নিয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ৷
মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন বলেন, “এখন ওমিক্রন থেকে আমাদের সাবধান থাকতে হবে। বাইরে থেকে কয়েকটা কেস ভারতবর্ষে এসেছে। তাঁদের অনুরোধ করব নিজেদের আইসোলেট রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা কটা দিন এড়িয়ে চলুন। মাস্ক আমাদের এখন পড়তে হবে ৷ এটা আমাদের রুটিন হয়ে গিয়েছে। আমরা রাজ্য সরকারের তরফ থেকে গোটা রাজ্যবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি। গোয়া থেকে কলকাতা সকলকে শুভেচ্ছা । ২৪ তারিখ রাতের প্রার্থনায় আর্চবিশপের ওখানে থাকব।
একইসঙ্গে এই মঞ্চ থেকে এদিন সমস্ত সম্প্রদায়কে এক হয়ে চলার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, আজকের প্রার্থনা হোক, আমরা সবাই এক। আমরা সমস্ত সম্প্রদায়, জাতি, ধর্ম, বর্ণ এক হয়ে থাকব। ধর্ম যার যার নিজের। উৎসব সবার। আমাদের দেশ তখনই শক্তিশালী হবে যখন আমরা সকলে এক থাকব। আমাদের একতা দুর্বল হলে বিভাজন সৃষ্টিকারী শক্তি শক্তিশালী হয়ে যাবে ৷ আমি কোনও ভেদাভেদ চাই না। করোনার কারণে গত বছর ক্রিসমাস ভাল যায়নি অনেকের। ২০২২ যেন খুব ভাল যায়। অনেক মানুষকে আমরা কোভিডে হারিয়েছি। তাদের উদ্দ্যেশে শোক জ্ঞাপন করছি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার বিভিন্ন কমিশনারেট এলাকাকে বড়দিন উপলক্ষে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এবছর করোনা আবহে বড়দিনের এই উৎসব অন্যান্য বারের তুলনায় বেশ আলাদা। কুড়ি ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি তৈরি করা হলেও, এবছর করোনার কারণে খাবারের স্টলের কোনও অনুমোদন দেয়নি উৎসব কর্তৃপক্ষ। তবে অ্যালেন পার্কে থাকছে 3টি স্টল যেখানে কেক এবং স্মারক পাওয়া যাচ্ছে। ক্রিসমাস ফেস্টিভাল উপলক্ষে এজেসি বোস রোড থেকে পার্ক স্টিট-এর মুখ পর্যন্ত সাজানো হয়েছে এলইডি আলোয়।
Be the first to comment