সেস কমিয়ে জ্বালানির দামে শান্তি প্রদান মমতার

Spread the love

জ্বালানি তেলের দামের ওপর ১ টাকা সেস প্রত্যাহার করতে চলেছে রাজ্য সরকার। সোমবার ২২ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে এই দর কার্যকর হবে। এমনটাই জানা গিয়েছে। রাজ্যগুলিতে পেট্রোলের দাম কীভাবে কমানো যায় তা নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপরেই এই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে। রাজ্যের পক্ষে এই কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

রাজ্যে বিধানসভা নির্বাচন। এমন সময়ে ব্যাপক মূল্য বৃদ্ধি হচ্ছে তেলের। ঘটনা হল কেন্দ্রের প্রায় দ্বিগুন সেস পায় রাজ্য। সেখান থেকেই অল্প ছাড় দেওয়া হল। কিছুটা সেস প্রত্যাহারের ঘোষণা করল রাজ্য। সোমবার মধ্যরাত থেকে জ্বালানি তেলের দামে লিটারপিছু ১ টাকা সেস প্রত্যাহার করার ঘোষণা করেছে রাজ্য। এর ফলে পশ্চিমঙ্গে তেলের দাম লিটারে ১ টাকা করে কমতে চলেছে। এই ১ টাকা দাম কমানো সাধারণ মানুষের বিশেষ উপকার হবে না। তবু দাম চোখের দেখায় যে স্বস্তি মিলবে তা বলাই চলে কিন্তু পকেট যে কাটা যাবেই তা বলাই বাহুল্য।

রবিবার দিল্লিতে পেট্রোলের দাম ৯০.৫৮ টাকা। দাম বেড়েছে ৩৮ পয়সা, মুম্বইয়ে পেট্রোলের দাম ৯৭.০০ টাকা। দাম বেড়েছে ৩৮ পয়সা কলকাতায় পেট্রোলের দাম ৯১.৭৮, বেড়েছে ৩৭ পয়সা, চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯২.৫৯ টাকা। দাম বেড়েছে ৩৪ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম ৮০.৯৭টাকা , দাম বেড়েছে ৩৭ পয়সা। মুম্বইয়ে ডিজেলের দাম ৮৮.০৬টাকা, দাম বেড়েছে ৩৯ পয়সা। কলকাতায় ডিজেলের দাম ৮৪.৫৬টাকা , দাম বেড়েছে ৩৭ পয়সা। ডিজেলের দাম ৮৫.৯৮টাকা, দাম বেড়েছে ৩৫ পয়সা।

শুক্রবার রাজধানীতে লিটার প্রতি তেলে মূল্যবৃদ্ধি হয়েছিল ৩১ পয়সা। যার জেরে ওইদিন সেখানে পেট্রোলের দাম ছিল ৯০ টাকা ২৩ পয়সা প্রতি লিটার। ডিজেলে বেড়েছে লিটারে ৩৩ পয়সা। দাম হয় ৮০ টাকা ৬৪ পয়সা। মুম্বইতেও দাম আকাশ ছুঁয়েছে। পেট্রোলের দু’দিন আগে ছিল ৯৬.৬০ টাকা। যেখানে ডিজেলের দাম ছিল ৮৭ টাকা ৬৫ পয়সা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*