বিজেপির বঙ্গ-ভঙ্গের চক্রান্তের জবাব মানুষ দেবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বাংলাকে ভাঙতে চাইলে, রাজ্যের মানুষ জবাব দেবেন ৷ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন করোনা সংক্রান্ত বিধিনিষেধ ঘোষণা করার জন্য আয়োজিত সাংবাদিক বৈঠকের শেষের দিকে তিনি এই কথা বলেন ৷ তাঁর কাছে এদিন প্রশ্ন করেন যে বিজেপির কয়েকজন নেতা উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানাচ্ছে ৷ সেই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কেন্দ্রশাসিত অঞ্চল মানে কাশ্মীরের মতো মানুষের মুখবন্ধ করে দেওয়া ৷ আর বাংলাকে ভাঙার এই চক্রান্তের জবাব বাংলার মানুষই দেবেন ৷ তাঁর দাবি, তিনি উত্তর ও দক্ষিণবঙ্গকে কখনও আলাদা করে দেখেন না ৷ তাই তাঁর সরকার দুইবঙ্গের উন্নয়নই সমানভাবে করে ৷

এরপরই মমতা এই ইস্যুতে আরও একবার তোপ দাগেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে ৷ তাঁর দাবি, বাংলাকে ভেঙে ফেলার এই চক্রান্তের পিছনে বিজেপির কেন্দ্রীয় নেতারা অবশ্যই থাকবেন ৷ কারণ, ওই নেতারা দিল্লি সামলাতে পারছেন না ৷ দেশকে সবদিক থেকে পিছিয়ে দিচ্ছেন ৷ তাই এই সব ষড়যন্ত্র করা হচ্ছে ৷

এদিকে এদিন দুয়ারে রেশন প্রকল্প ও এক দেশ, এক রেশন কার্ড নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানিয়ে দেন যে এক দেশ, এক রেশন কার্ড প্রকল্পে তাঁর কোনও আপত্তি নেই ৷ কাজ চলছে ৷ তিন মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে ৷ একই সঙ্গে তিনি জানান, দুয়ারে রেশন খুব তাড়াতাড়ি চালু করা হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*