কৃষক আন্দোলনের পক্ষে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি সরাসরি বলেন যে বিজেপি কখনওই বাংলার দল নয় ৷ তাঁর কথায়, বিজেপি দিল্লির পার্টি, তার থেকেও বেশি গুজরাতের পার্টি ৷ এর মাধ্যমে তিনি আরও একবার স্মরণ করিয়ে দিতে চান মোদী সরকারের সময় গুজরাত হিংসার কথা ৷ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নিজেদের পায়ের তলার জমি শক্ত করতে চাইছে বিজেপি ৷ ঘনঘন কেন্দ্র স্তরের নেতারা বাংলায় উপস্থিত হচ্ছেন ৷
বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের এতদিন বহিরাগত বলে আক্রমণ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা৷ এবার আরও একধাপ এগিয়ে দল হিসেবেই বিজেপি-কে দিল্লি, গুজরাতের বলে আক্রমণের নতুন কৌশল নিলেন মুখ্যমন্ত্রী৷ কারণ নরেন্দ্র মোদি থেকে শুরু করে অন্যান্য় বাঙালি নেতারা বার বার বাঙালি আবেগকে উস্কে দিতে চাইছেন৷ এ দিনও জে পি নাড্ডা ডায়মন্ড হারবার থেকে সোনার বাংলা গড়ার দাবি করেছেন ৷
এছাড়াও যেভাবে রাজ্যে ঢোকার চেষ্টা করছে বিজেপি, তা নিয়েও ক্ষোভ ধরা পড়ল তৃণমূল নেত্রীর গলায় ৷ তিনি অভিযোগ করেন বিজেপির গুন্ডামি, দাদাগিরির বিরুদ্ধে ৷ বলেন, বিজেপির গুন্ডামি, দাদাগিরি মেনে নেব না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ যে, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে গ্রামে গ্রামে কাজ করছে গেরুয়া শিবির ৷ এই বিষয়ে তিনি সকলকে সতর্ক করে জানিয়ে দেন যে, গ্রামে বহিরাগতদের দেখলে পুলিশে যোগাযোগ করতে ৷
তবে শুধু রাজ্যে ঢোকার চেষ্টা নয়, বিজেপি বাংলার আইনশৃঙ্খলায় হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ তৃণমূল সুপ্রিমোর ৷ বিজেপি নেতারা দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি কৃষি বিল প্রত্যাহারের দাবি তোলেন তিনি ৷ কৃষকদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সরাসরি এই বার্তা তিনি তুলে ধরেন আরও একবার ৷
Be the first to comment