রাজ্যপালের ডাকে বৃহস্পতিবার রাজভবনে মমতা

Spread the love

রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এ নিয়ে রাজভবন বা নবান্নের তরফে কেউ মুখ খোলেনি। তবে এর আগে ২৯ মার্চ রাজ্যপাল জগদীপ ধনখড় একটি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। বগটুইয়ের ঘটনার পর পরই এই চিঠি দেন তিনি। টুইটারে সেটি শেয়ারও করেন রাজ্যপাল। চিঠিতে রাজ্যপালের অনুরোধ ছিল, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় যেন নিজের সময় সুযোগমতো রাজভবনে যান, তার কথাও বলা হয়েছিল ওই চিঠিতে। মনে করা হচ্ছে, এদিনের সাক্ষাতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

https://twitter.com/jdhankhar1/status/1512051961449054209

অন্যদিকে, কিছুদিন আগেই মুখ্যসচিব ও অর্থসচিবের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা রাজভবনে বৈঠক করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিভিন্ন বিষয় নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছিল। এমনকী সেই বৈঠক চলাকালীন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন বলেও সূত্রের দাবি ছিল। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন দার্জিলিংয়ে। এই আবহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর রাজভবনে যাওয়া।

প্রসঙ্গত, বগটুইকাণ্ডের পর নতুন করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। রামপুরহাটের এই ঘটনার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। সেই সাক্ষাতের পর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*