
রোজদিন ডেস্ক, কলকাতা:- হিথরো বিমানবন্দরে এসে পৌঁছালো মুখ্যমন্ত্রীর বিমান। এ কথা আমাদের প্রায় সকলেরই জানা হিথরো বিমানবন্দর সংলগ্ন এলাকায় অগ্নিসংযোগ এর কারণে প্রায় ১৩৫১ টি বিমান বাতিল হয়। বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে লন্ডন শহরে বহু হোটেল। পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুখ্যমন্ত্রীর সকালে এমিরেইটস এর বিমানে দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। সেই সফল সূচি কিছুটা বদল করতে হয়। সন্ধ্যেবেলা তিনি রওনা দেন। রবিবার সকালে মেঘ বৃষ্টির মাঝে দুবাই থেকে লন্ডনের পথে পাড়ি দেয় তাঁর বিমান। বিমানের মধ্যে একটি সুদৃশ্য কেক সহ তাঁর ছবি সমাজমাধ্যমে দেখা যায়। মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভাষণ দেওয়ার আমন্ত্রণ করা হয় তাঁকে, সেই কারণেই তাঁর বিলেত যাত্রা।
২৫, ২৬ এবং ২৭ মার্চ লন্ডনে মুখ্যমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। তার মধ্যে ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রয়েছে তাঁর ভাষণ। তাছাড়া উল্লেখযোগ্য হলো একাধিক বাণিজ্য বৈঠক, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন, এবং ব্রিটিশ সরকারের সঙ্গে মিটিং। ২৮ মার্চ, পূর্ব সূচি অনুযায়ী, মমতা লন্ডন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন। তবে সফরের সময়সূচিতে কোনো পরিবর্তন ঘটবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
Be the first to comment