‘পায়ে ধরে বলছি, এবার কাজে নামুন’, আন্দোলনরকারী চিকিৎসকদের আবেদন মুখ্যমন্ত্রীর

Spread the love

আরজিকর হাসপাতালে ছাত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। কলকাতা থেকে জেলা একাধিক হাসপাতালে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এরই মাঝে বুধবার আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের কাজে যোগ দেবার আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিন বেহালায় প্রাক স্বাধীনতা অনুষ্ঠানে আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশে মমতা বলেন, “সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে চিকিৎসকদের আবেদন জানাচ্ছি, আন্দোলন করেছেন। কেউ আটকায়নি।পায়ে ধরে বলছি এবার কাজে নামুন। মুখ্যমন্ত্রী মনে করালেন, ‘চিকিৎসকরা পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ।’
এদিন ওই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “বারবার আবেদন করছি চিকিৎসকদের যারা এখনও ডিউটি জয়েন করেননি। ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। এর মধ্যে একটি শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছে। সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন তো হয়ে গেল এবার পরিষেবা দিন। চিকিৎসাটা দিন।”
প্রসঙ্গত, শুক্রবার থেকে বুধবার। আরজি করে ডাক্তারি ছাত্রীকে খুনের ঘটনায় টানা কর্মবিরতিতে নেমেছে ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকরা। বুধবার ওই আন্দোলনে সামিল হয়েছে চিকিৎসক সংগঠনও। যার জেরে কলকাতা-সহ রাজ্যুজড়ে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত চরম সঙ্কটের মুখে। অন্যদিকে, এই অবস্থায় তাঁদের আন্দোলনকে ন্যায্য দাবি করেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার জন্য মঙ্গলবারই আর্জি জানিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সব পরিষেবা স্বাভাবিক রাখার কথা বলেন।
এদিন মুখ্যমন্ত্রীও বলেন, “এই ধরনের অপরাধের ক্ষেত্রে দোষীর ফাঁসি হোক, আমরাই চাই। কিন্তু তা বলে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত করে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাওয়া ঠিক নয়।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*