আরও কড়া হল মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশের রাস্তার নিরাপত্তা। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকার সব রাস্তায় ১৪৪ ধারা জারি করলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। শনিবার, কালকাতা হাই কোর্টর অনুমতিক্রমে DA আন্দোলনকারীদের মিছিল হয়। সেই মিছিল ছিল হাজরা ও সংলগ্ন অঞ্চলে। এরপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এই পদক্ষেপ লালবাজারের।
পুলিশের নির্দেশিকা অনুযায়ী,
• কালীঘাটের বেশ কিছু এলাকায় জারি ১৪৪ ধারা।
• আপাতত ২ মাসের জন্য এই নির্দেশ বহাল থাকবে।
• এই সময় ওই এলাকায় গাড়ি যাতায়াতের উপর নিষেধাজ্ঞা থাকছে।
• জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার, সকালে থেকেই কালীঘাট এলাকায় প্রস্তুত ছিল পুলিশ। ফায়ার স্টেশনের সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ছিল জলকামান। কলকাতা পুলিশের সব ডিভিশনের ফোর্সই মোতায়েন রাখা হয়। সেই মিছিল-সভা শেষে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।
Be the first to comment